Dhaka Cantonment Girls' Public School & College XI Admission Notice 2022. HSC Admission notice 2022 attached here.
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অবস্থিত সুবিশাল ক্যাম্পাস ও মনোরম পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তায় এবং বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও অনলাইন ক্লাস পরিচালনায় দক্ষ শিক্ষকমন্ডলীর পরিচালিত ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি চলছে।
ভর্তির ন্যুনতম যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ- GPA 5.00
ব্যবসায় শিক্ষা বিভাগ- GPA-3.50
EIIN: 132090, Shift : Morning, Version : Bangla
বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও অনলাইন ক্লাস পরিচালনায় দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধনে প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন প্লাটফর্ম রয়েছে।
অনলাইন পড়াশোনায় গৃহীত বিশেষ ব্যবস্থা:
করোনা পরিস্থিতির মোকাবিলায় অনলাইন পড়াশোনা পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন রয়েছে ক্লাস শুরুর আগের পর্ব, ক্লাস পর্ব এবং ক্লাস শেষের পর্ব। শুরুতে রয়েছে রোল কলের ব্যবস্থা। প্রতিটি ক্লাসের শেষে ছাত্র-ছাত্রীরা পেয়ে যাচ্ছে পুরো ক্লাসের ভিডিও রেকর্ডিং। অভিভাবকরা পাচ্ছেন ফিডব্যাক ফর্ম।
এছাড়াও রয়েছে-
অনলাইন ও এসএমএসের মাধ্যমে টিউশন ফি প্রদান এবং অভিভাবকের সাথে প্রাতিষ্ঠানিক তথ্য বিনিময়ের সুবিধা।
ক্লাসরুমসহ সম্পূর্ণ প্রতিষ্ঠান সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ।
শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক আইসিটি ল্যাব।
শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি।
অত্যাধুনিক বিজ্ঞানাগার।
মাল্টিমিডিয়া ক্লাসরুম।
খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ
যোগাযোগ:
হেল্প ডেক্স: 01676985481, 01911823977
ওয়েবসাইট: www.dcgpsc.edu.bd
ফেসবুক পেইজ: facebook.com/dcgpsc.edu.bd
No comments:
Post a Comment